当前位置:首页 > 歌词大全 > Baloto Arshi Tumi Mukhti Dekhe歌词
  • বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    যদিও কাজল আমি পরিনি
    যদিও কবরী আজ বাঁধিনি,
    তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?
    বলো তো আরশি তুমি মুখটি দেখে।

    আমি নই বিম্ববতী রাজার ঘরে
    হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,*2
    কেতকী লজ্জা না পায় আমায় দেখে*2
    তবু বলো বলো কে
    রূপসী তোমার চোখে ?
    বলোতো আরশি তুমি মুখটি দেখে।

    দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে
    ভুবনে রূপসী কে সবার চেয়ে ?
    দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে
    আমি নই কলস হারা নদীর মতো
    চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,*2
    কোকিলা মরেনা তো আমায় ডেকে*2
    তবু বলো বলো কে
    রূপসী তোমার চোখে ?
    বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    যদিও কাজল আমি পরিনি
    যদিও কবরী আজ বাঁধিনি,
    তবু বলো তো রূপসী তোমার চোখে ?
  • [00:12.686]বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    [00:22.682]বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    [00:27.949]যদিও কাজল আমি পরিনি
    [00:32.436]যদিও কবরী আজ বাঁধিনি,
    [00:37.944]তবু বলো তো রূপসী কে তোমার চোখে ?
    [00:44.683]বলো তো আরশি তুমি মুখটি দেখে।
    [00:49.932]
    [01:02.941]আমি নই বিম্ববতী রাজার ঘরে
    [01:08.199]হাসিতে পান্না তো নয় কান্না ঝরে,*2
    [01:23.444]কেতকী লজ্জা না পায় আমায় দেখে*2
    [01:34.156]তবু বলো বলো কে
    [01:38.886]রূপসী তোমার চোখে ?
    [01:42.387]বলোতো আরশি তুমি মুখটি দেখে।
    [01:48.399]
    [02:00.887]দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে
    [02:05.835]ভুবনে রূপসী কে সবার চেয়ে ?
    [02:11.100]দেখোনা আরশি তুমি দু'চোখ চেয়ে
    [02:16.111]আমি নই কলস হারা নদীর মতো
    [02:21.347]চরনে ব্যাকুল বকুল ঝরেনা তো,*2
    [02:36.560]কোকিলা মরেনা তো আমায় ডেকে*2
    [02:46.810]তবু বলো বলো কে
    [02:51.944]রূপসী তোমার চোখে ?
    [02:55.193]বলো তো আরশি তুমি মুখটি দেখে,
    [03:00.698]যদিও কাজল আমি পরিনি
    [03:05.450]যদিও কবরী আজ বাঁধিনি,
    [03:10.692]তবু বলো তো রূপসী তোমার চোখে ?